আরব নেতারা প্রকাশ্যে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে সহযোগিতা করে গেছে তেল আবিবকে। ইরান ও মধ্যপ্রাচ্যে দেশটির সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করতে ইসরায়েলকে সামরিক সহযোগিতা করেছে ৬টি আরব দেশ। গোপনে ইসরায়েলকে সহযোগিতা করা দেশগুলো হলো বাহরাইন, মিসর, সৌদি আরব, কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোপন নথি বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও আইসিআইজে। তদন্ত প্রতিবেদকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে জানায়, তারা ‘আঞ্চলিক নিরাপত্তা বিনির্মাণ’ শিরোনামে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক গোপন নথি হাতে পায়, যাতে দেখা যায় আরব নেতারা গাজায় ইসরায়েলি গণহত্যার সময় গোপনে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখে। গোপন নথিটি তৈরি হয় ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে। এ সময় বাহরাইন, মিসর , জর্ডান ও কাতারে আরব সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েল...