প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। সাক্ষাৎকারে আগামী নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগের বিচার, ভারত-বাংলাদেশ সম্পর্কসহ সমসাময়িক নানা বিষয়ে তিনি কথা বলেছেন। তাঁর এই সাক্ষাৎকার বিএনপিকে কতটা উজ্জীবিত করেছে বলে মনে করেন? মাহদী আমিন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলা ওফিন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন। দুটি সাক্ষাৎকারে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বিএনপির অবস্থান কী, তা নিয়ে সুনির্দিষ্ট একটা রূপকল্প ও দিকনির্দেশনা দিয়েছেন। আমরা মনে করি, শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ তাঁর বক্তব্যকে সাদরে গ্রহণ করেছেন। চব্বিশের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো বাংলাদেশে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে, পারস্পরিক সম্মানবোধ থাকবে, সবার আগে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব আসবে। তারেক রহমান তাঁর সাক্ষাৎকারে এটিই বলেছেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যাঁরা রয়েছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যাঁরা রয়েছেন, তাঁদের প্রতি একটিবারের জন্যও তিনি...