১২ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর অঞ্চলে মাচায় শীতকালীন বিষমুক্ত টমেটো চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখছে চর অঞ্চলের কৃষকেরা। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় উপজেলার বিভিন্ন চর অঞ্চলে বিউটি প্লাস জাতের টমেটোর আবাদ বেড়েছে দ্বিগুণ। সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার দৌলতদিয়া কলাবাগান চর কননাশন এলাকায় ও দৌলতদিয়া বাহির চর ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মার ঘা ঘেঁষে কাউয়া জানি এলাকায় এবং উজানচরের দেবীপুর চরে বিউটি প্লাস জাতেরে টমেটো মাচায় আবাদ হয়েছে ব্যাপক। দুচোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ বাতাসে দোল খাচ্ছে মাচায় টমেটোর গাছগুলো। আগাম জাতেরে টমেটো বিউটি প্লাস। খরচ কম দাম বেশি পাওয়ায় চর অঞ্চলের কৃষকেরা এ জাতেরে টমেটো চাষে বেশি আগ্রহ বেড়েছে। বিউটি প্লাস জাতের টমেটো রোপণ...