১২ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম জয়পুরহাটের কালাইয়ে রবিবার (১২ অক্টোবর) কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কম্পিউটার ও ভাষা ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো. রাশেদুল আলম। এ সময় তার সাথে ছিলেন কালাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মামুনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের ৫০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ২৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপিত হয়। তারই অংশ হিসেবে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত বছরের শেষদিকে কম্পিউটার ও ভাষা ল্যাবের কার্যক্রম শুরু হয়। ছাত্র-ছাত্রীদের কম্পিউটারের বিভিন্ন প্রয়োগের সাথে পরিচিতি ও পড়ার অভ্যাস বাড়ানো, কম্পিউটারের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতার বিকাশ ও বাংলা ও...