১২ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটি) দায়ের হওয়া গুমের দুটি মামলায় ২৫ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সেনাবাহিনীকে ঘিরে নানামুখী জল্পনা শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষক ডা.জাহেদুর রহমান বলেন, “অভিযুক্ত সেনা অফিসারদের ইস্যু ব্যবহার করে আবারও সেনাপ্রধানকে টার্গেট করার চেষ্টা হচ্ছে।” শনিবার (১১ অক্টোম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এসব আলোচনা করেন। জাহেদুর রহমান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া সর্বশেষ ব্রিফিং স্পষ্ট করেছে যে, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী অভিযুক্তদের দায় নেবে না। ‘এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।’ তবে একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেনাবাহিনীর ভেতর বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা চলছে। তিনি আরও বলেন, আইসিটি যেভাবে ২৫ জনের বিরুদ্ধে...