১২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম মাদারীপুর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়েত নেতার বিরুদ্ধে। তিনি মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির আব্দুর রহিম। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির আব্দুর রহিম নেতা-কর্মীদের নিয়ে পুরান বাজার এলাকায় ইসলামী ব্যাংকের একটি শাখায়, গিয়ে ব্যাংক-কর্মকর্তাদের টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে দেয়ার হুমকি দেন। এ বিষয়ে জামায়াত নেতা আব্দুর রহিম জানান, দলীয় পরিচয়ে নয়, গ্রাহক হিসেবেই ব্যাংকে গিয়েছিলেন তিনি। এরপর যারা সঠিক নিয়মে ব্যাংকে চাকরিতে নিয়োগ পায়নি। তাদের অফিসে যেতে নিষেধ করেন, এতে করে ব্যাংকে যেন কোন ধরনের...