শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একই গ্রামের এক পরিবারের বিরুদ্ধে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ অভিযুক্ত আক্রাম হোসেনের ছেলে ফজলুল করিম ও ফরহাদ হোসেনকে আটক করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গুচ্ছগ্রামের বাসিন্দা রাশিদা বেগমের সঙ্গে একই এলাকার আক্রাম হোসেনের পরিবারের পূর্ব বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে রাশিদা বেগম নিজ ঘরে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী আক্রাম হোসেন ও তার ছেলেরা পূর্ব শত্রুতার জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা রাশিদাকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে শারীরিকভাবে লাঞ্ছিত ও বিবস্ত্র করে মারধর করে। চিৎকার শুনে...