উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের। অবহেলিত মানুষের সেই দাবীর প্রতি সম্মান জানিয়ে ২০০৮ সালের ফেব্রুয়ারী মাসে তৎকালীন অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে রংপুরে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ দ্বারা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’। ২০০৯ সালের ৪ এপ্রিল ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স কলেজ ক্যাম্পাসের কয়েকটি কক্ষ নিয়ে গঠিত অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি প্রথম একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে ২০১১ সালে এসে এর নাম পরিবর্তন করা হয়। তখন মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। অতপর ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর ক্যাডেট কলেজ ও কারমাইকেল কলেজের মধ্যবর্তী স্থানের জমিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের...