গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার (১১ অক্টোবর) বলেন, শুক্রবার ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পরপরই বিপুল সংখ্যক মানুষ গাজা শহরের দিকে ফিরতে শুরু করেন। তিনি এএফপিকে জানান, “গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।” দুই বছরের দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপে ঢাকা গাজা শহর আবারও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে। এর আগে ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।...