দীর্ঘ দুই বছরের মাথায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজা উপত্যকায়। চুক্তি অনুযায়ী কিছু ইসরাইলি বন্দির মুক্তির বিনিময়ে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দেবে দখলদার ইসরাইল। এরই প্রেক্ষিতে ইসরাইলি বন্দিদের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, সোমবার সকাল থেকে গাজায় আটক থাকা ইসরাইলি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এই বন্দি বিনিময় কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়ায় হামাস প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে বলে ধারণা করছে ইসরাইল। এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার ফরাসি সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় প্রক্রিয়া সোমবার সকালে শুরু...