শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়রা অটোরিকশাচালক হেলাল মিয়ার ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টায় স্থানীয়রা অটোরিকশাচালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ এখন ওই নারীর পরিচয় শনাক্ত করতে না পারলেও স্থানীয়রা ওই নারীকে বিভিন্ন মাজারে মাজারে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)...