ঢাকা কলেজের স্বকীয়তা ও ঐতিহ্য রক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। কয়েক মিনিট অবস্থানের পর শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরে যান। বিক্ষোভ চলাকালে ‘ঢাকা কলেজ আমাদের গর্ব, আমাদের স্বকীয়তা অটুট থাকুক’- এমন নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীরা সকাল থেকেই কলেজে জড়ো হচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। চার-পাঁচ মিনিট অবস্থান শেষে নীলক্ষেত মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে যান। আরো পড়ুন :শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের বিচার দাবি ডাকসুর তিনি বলেন, তাদের মূল দাবি, ঢাকা কলেজের স্বকীয়তা অক্ষুণ্ণ রাখা। তারা জানতে চেয়েছেন, সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর করা...