ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই শ্রমিক নেতাদের নির্দেশে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইউনাইটেড ও সৌখিন পরিবহনের অন্তত ৩০০টি বাস টার্মিনালেই দাঁড়িয়ে আছে। এতে অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন শ্রমিকরা জানান, শ্রমিক নেতাদের নির্দেশে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রোডে চলাচলকারী ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জগামী সব দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।আরও পড়ুনআরও পড়ুনচান্দিনায় ৪০ লাখ টাকার উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ যাত্রীরা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা জরুরি। সকাল...