এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে আগামী মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই সুন্দর ভেন্যুই বাংলাদেশের কাছে নরকে পরিণত হতে পারে। বাছাইপর্বের ম্যাচটি সামনে রেখে দেড় ঘণ্টার মধ্যে ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। তার চেয়েও বড় চ্যালেঞ্জ- এই মাঠে ছাদ ঢাকার ব্যবস্থা আছে। কাই তাক স্পোর্টস পার্কের পুরোটাই ছাদে ঢাকা। ফলে স্বাগতিক দর্শকদের গর্জন ও উৎসাহ বাড়তি চাপ তৈরি করে প্রতিপক্ষের জন্য। আর বাংলাদেশ এ ধরনের স্টেডিয়ামে খেলে অভ্যস্ত নয়। তপু বর্মণ অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তিত না, ‘জানি এই ম্যাচের টিকিট দেড়-দুই ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এটা আসলে আমাদের জন্য ভালো ব্যাপার বলে মনে করি। ওদের দর্শক যেমন থাকবে, আমাদের বাঙালি ভাইয়েরাও থাকবে।’ গত ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে...