১২ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর ‘কতিপয়’ কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। জামায়াত আমির বলেন, “দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন।” তবে তিনি এও বলেন, “সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না।” সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে তিনি জানান, “ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই।” তিনি আশা...