ইসরাইলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি। পাশাপাশি তিনি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজেও হামলা বন্ধের নির্দেশ দেন। রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছে হুথির এক সূত্র। প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি নেতার এই নির্দেশের শর্ত- ইসরাইল যেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। সূত্রটি জানায়, ‘গাজা যুদ্ধের সক্রিয় পর্যায় শেষ হওয়ায় ইসরাইল ও এর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করা হয়েছে। এছাড়া ইয়েমেনি এই নেতা ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ এটার ওপর নির্ভর করবে।’ আরও পড়ুনআরও পড়ুনমিশরে গাজা শান্তি সম্মেলন সোমবার, সভাপতিত্ব করবেন ট্রাম্প-সিসি প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ...