মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা হেফাজতে থাকা ১৫ সেনাসদস্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনে যা আছে তাই হবে। আজ রোববার (১২ অক্টোবর) সচিবালায়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালে সেনাবাহিনী তাদের হেফাজতে রাখতে চায়- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্যটি করেন। সেফ এক্সিট খুঁজছেন কি না-সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভাই আমার ছেলে-মেয়ে সবাই দেশে।’ এ ছাড়া ২০১৪, ১৮ এবং ২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন...