ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে যাচ্ছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১৩ অক্টোবর) থেকে ধাপে ধাপে এই জিম্মি বিনিময় প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, গাজায় এখনো ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত এবং ২৮ জনের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস জীবিতদের পাশাপাশি নিহত জিম্মিদের দেহাবশেষও ফেরত দেবে। খবর দ্য গার্ডিয়ানের। ট্রাম্প জানান, এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েল তার কারাগারে বন্দি ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে এই মুক্তির প্রক্রিয়া একদিনে সম্পন্ন হবে কি না, নাকি কয়েক ধাপে সম্পন্ন হবে, তা এখনো নির্দিষ্ট নয়। তিনি বলেন, আমি শুনেছি, ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গাজায় গত দুই বছরে যা ঘটেছে,...