চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া) জামায়াতে ইসলামী তাদের ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তন করেছে। আগের ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করেছে দলটি।শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)-এর তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।ডা. রেজাউল করিম পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া) আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন বিদেশে পলাতক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, বার্ধক্যজনিত কারণে অধ্যক্ষ আমিরুজ্জামান কেন্দ্রীয় জামায়াতের কাছে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড তার আবেদন বিবেচনা করে তা গ্রহণ করেছে।বিএনপির...