বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে মানিকগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল এক স্কুলছাত্রের। শনিবার রাতে সদর উপজেলার পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৫) সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রাব্বি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে লক্ষ্মীপূজার মেলায় ঘুরতে যায়। রাত সাড়ে ৮টার দিকে মেলার প্রবেশমুখে ঢোকার সময় দুর্বৃত্তরা হঠাৎ করে রাব্বির ওপর হামলা চালায়। তারা তার বাম পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে স্থানীয়রা মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (১২ অক্টোবর) সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে...