বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা সরকারকে রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছেন। তারা জানিয়েছেন, তিনটি মূল দাবিতে কোনো পদক্ষেপ না হলে সোমবার (১৩ অক্টোবর) দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। প্রধান দাবি তিনটি হলো- মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধি, ভাড়ার ভাতা নিশ্চিত করা এবং অন্যান্য সুবিধা পুনর্বিবেচনা। রবিবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাব এলাকায় শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘সরকার যদি আমাদের দাবিগুলো মানে না, তবে সোমবার শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে।’ অবস্থান কর্মসূচির সময় ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে অর্থ সচিব ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্যসচিব...