বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে বড় জয় পেয়েছে নরওয়ে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ম্যাচে দুবার পেনাল্টি হাতছাড়া করেছেন। তারপরও হ্যাটট্রিক করেছেন এ গোলমেশিন। ৫-০ গোলের জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে উঠেছে নরওয়ে। হালান্ডের হ্যাটট্রিকের পর দুটি গোল হয়েছে প্রতিপক্ষ নিজেদের জালেই বল জড়ানোয়। হালান্ডের নেয়া প্রথম পেনাল্টি ঠেকিয়ে দেন ইসরায়েল গোলকিপার ড্যানিয়েল পেরেজ। তবে শট নেয়ার বেশ আগে বের হয়ে যাওয়ায় পোল্যান্ডের রেফারি আবারও শট নিতে বলেন হালান্ডকে। সেটিও গোলে রূপ দিতে পারেননি তিনি। বিশ্বকাপের বাছাইপর্বে হালান্ডের গোলসংখ্যা এখন ১২, যা এ পর্বে এখনও সর্বোচ্চ। এছাড়া তিন গোলের ম্যাচে জাতীয় দলের হয়ে ৫১ গোল করলেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। হালান্ডের ৫০ গোলের রেকর্ড এসেছে ৪৬ ম্যাচে। তবে এ সংখ্যায় অন্যদের চেয়ে এগিয়ে হালান্ড। ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি...