হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ।১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’-এ ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান। পরবর্তীতে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ ও ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’-এ অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।১৯৭৮ সালে ‘অ্যানি হল’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন তিনি। সাবলীল অভিনয়, স্টাইল এবং স্বাধীনচেতা ব্যক্তিত্বের কারণে তিনি হলিউডের প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন। অভিনয়ের পাশাপাশি তিনি দক্ষ পরিচালক ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘হেভেন’, ১৯৯৫ সালে ‘আনস্ট্রাং হিরোজ’ ও...