ঢাকা:দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) চট্টগ্রামের কালুরঘাট কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক ট্রেড এনভয় দ্য রাইট অনারেবল ব্যারোনেস রোজি উইন্টারটন ডিবিই, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার হার এক্সেলেন্সি সারা কুক এবং ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন প্রতিনিধিদল।পরিদর্শনকালে প্রতিনিধিদলকে স্বাগত জানান ইউনিলিভার বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, চিফ ফাইন্যান্স অফিসার ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া হক, করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার এবং কালুরঘাট কারখানার হেড অব ফ্যাক্টরি এস এম তারেক সাইফুল্লাহ।এ উচ্চপর্যায়ের সফরটি ছিল এমন একটি সুযোগ, যেখানে ইউনিলিভারের বাংলাদেশে দীর্ঘ পথচলার সূচনা ও ঐতিহ্য তুলে ধরার হয়। ১৯৬২ সালে চট্টগ্রামের কালুরঘাটে প্রথম সাবান উৎপাদন কারখানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউনিলিভারের বাংলাদেশে কার্যক্রমের যাত্রা শুরু...