ফরাসী নাট্যকার জ্যাঁ ককতোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 'এ স্পেশাল টক অন জ্যাঁ ককতো'। সেখানে ককতোর জীবন, দর্শন ও আধুনিক নাটকে তার প্রভাব নিয়ে সাংস্কৃতিক সংগঠক রামেন্দু মজুমদার কথা বলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে জ্যাঁ ককতো রচিত নাট্য প্রযোজনা 'দ্য হিউম্যান ভয়েস' মঞ্চস্থ হয়। এই প্রযোজনাটির তিন দিনে মোট পাঁচটি প্রদর্শনী হয়। আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নাটকটি মঞ্চে এনেছে 'নিনাদ'। এক ঘণ্টাব্যাপী এই একাঙ্ক নাটকটি বাংলায় অনুবাদ করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত, নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকের প্রথম প্রদর্শনী হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়; এরপর শুক্র ও শনিবার বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টায় 'দ্য হিউম্যান ভয়েস' দেখানো হয়েছে। 'দ্য হিউম্যান ভয়েস' একটি একক চরিত্রের নাটক, যেখানে এক নারী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবারের মত টেলিফোনে কথা...