বাংলাদেশের ব্যাটসম্যানেরা রশিদ খানের বল নয়, রশিদ খানকে খেলেছে বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সামনে যে ডেলিভারি আছে সেটা বিবেচনায় নেওয়ার চেয়ে তাঁরা বোলার রশিদের খ্যাতির দিকে বেশি মনোযোগী বলে মনে হয়েছে তাঁর। গতকাল শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ১৯০ রান তাড়া করতে নেমে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। রশিদ একাই নেন ১৭ রানে ৫ উইকেট। এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটসম্যানদের রশিদকে খেলতে না পারা নিয়ে কথা বলেন মুশতাক। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমদ বলেন, রশিদের ধারাবাহিক লাইন-লেংথই তাকে সাফল্য এনে দিয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানেরাও বল আর বোলারকে আলাদা করতে পারছেন না, ‘আমার মনে হয় তারা রশিদকে খেলছে, বলকে নয়। রশিদ খুব বেশি টার্ন করায় এমন বোলার নয়, কিন্তু সে খুব অভিজ্ঞ। উইকেট-টেকার বোলার।...