ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তিসহ দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভারতে হওয়া তাদের প্রথম এ বৈঠকে উভয় দেশের জন্য দুর্লভ খনিজের গুরুত্ব নিয়েও কথা হয়েছে, বলেছেন গর। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছেন, যা যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক অংশীদার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তার এ পদক্ষেপ ভারতের প্রায় ৫ হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যে প্রভাব ফেলবে এবং পোশাক, রত্ন, জুয়েলারি ও চিংড়ি খাতের মতো বেশি শ্রমিক কাজ করে এমন খাতগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ব্যক্তিগত ও চমৎকার বন্ধু বিবেচনা করেন,” দিল্লির মার্কিন...