১২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় টিনের দোকান, লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতার দোকান ও মুদি দোকান সহ অন্তত ১৭ টি দোকান এবং দোকানে থাকা সমস্ত মালামাল ভস্মিভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী দোকান মালিকদের৷ ফায়ারসার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নির্বাপণ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার প্রণব চৌধুরী আগুনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার ও গাজীপুর মহানগরীর সীমান্তবর্তী বাজার জিরানী বাজারে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিস...