ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। তিন ম্যাচের সিরিজ আফগানিস্তানের কাছে এক ম্যাচ হাতে রেখেই পরাজিত হয়েছে টাইগাররা। তবে মজার বিষয় দ্বিতীয় খেলায় আফগানদের দেয়া দেয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ওয়ানডেতে ধারাবাহিকভাবে বড় রান করতে পারছে না টাইগাররা। মাঝের ওভার গুলোতে স্ট্রাইক রোটেটের মাধ্যমে রানের চাকা সচল রাখতে পারছে না দল। বরং নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে তারা। আর ব্যাটিং ব্যর্থতার জন্য কারণ হিসেবে ব্যাটারদের স্কিল এবং মানসিকতা দুই জায়গাতেই সমস্যা দেখছেন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্কিল ও মানসিক দুই জায়গাতেই সমস্যা। তারা প্রচুর চেষ্টা করছে। তবে মানসিক বাধা। ঐ যে বললাম, বোলারকে না খেলে বল খেলতে হবে। ভালো বলে সিঙ্গেল নেওয়া,...