রবিবার (১২ অক্টোবর) নরসিংদী জেলা শাখার আমীর মো. মোছলেহুদ্দীনের ও সেক্রেটারি জেলারেল উপাধ্যক্ষ আমজাদ হোসাইনেত স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। সকাল ৯টায় নরসিংদী সদর উপজেলার শিক্ষাচত্ত্বর এলাকায় সমাবেশ শেষে বেলা সাড়ে ১০ টার দিকে কয়েকশ’ নেতাকর্মী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে বলা হয় যে, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর উপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। এতে আরও বলা হয়, দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।...