একক নাটক, ধারাবাহিক নাটক, ওয়েব ছবি ও চলচ্চিত্র—কোথায় নেই দীপা খন্দকার। প্রায় প্রতিদিনই দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। পর্দায় তুলে ধরছেন নিত্যনতুন চরিত্র। এই অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ। দারুণ। কোনো দিন চলচ্চিত্রের শুটিং, কোনো দিন নাটকের আবার কোনো দিন ওয়েবের। আজ [গতকাল] যাচ্ছি শ্রীমঙ্গলে। মুরাদ পারভেজের একটি একক নাটকের শুটিং করব। ঢাকায় ফিরব ১৪ অক্টোবর। এর মধ্যে টানা শুটিং করেছি বদিউল আলম খোকন ভাইয়ের ‘তছনছ’ ছবির। মাঝখানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিরিজ নাটক ‘এটা আমাদেরই গল্প’র শুটিং করেছি। ঢাকায় ফিরে আবার আউটডোর আছে নতুন আরেকটি ছবির। একসঙ্গে দুটি কাজ এসেছে আপনার। ওয়েব ছবি ‘লিটল মিস ক্যাওস’ ও নাটক ‘শেষের গল্প’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? মুরাদ পারভেজের ‘শেষের গল্প’ নিয়ে আগে বলতে চাই। নাটকটির পাণ্ডুলিপি পছন্দ হয়েছিল বলেই কাজটি করেছিলাম।...