চট্টগ্রাম:উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, পিআর এর ধোঁয়া তুলে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দলটি চায়- দেশে কোন নির্বাচন না হোক, তারা ক্ষমতার মধু খেতে থাকুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পয়ার তালুকদার বাড়িতে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ তাদের আর সে মধু খেতে দেবে না।ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষ। সরকারও দৃঢ় প্রতিশ্রুত। কোনও অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। পিআর নিয়ে গণভোটের নাটক শুরু করেছে একটি গোষ্ঠী। এটা তারা কোথায় পেলেন। নতুন নতুন দাবি তুলে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা তাদের নতুন নাটক। ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ...