মানিকগঞ্জের সদর উপজেলায় মেলায় ঘুরতে যাওয়া এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল গ্রামে কালিগঙ্গা নদীর পাড়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানিয়েছেন। নিহত ১৫ বছর বয়সী রাব্বি আব্দুল্লাহ কাফাটিয়া খালপাড় এলাকার মানিক মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য, প্রেমঘটিত কারণে রাব্বির সঙ্গে স্কুলের সিনিয়র ও জুনিয়রদের মনোমালিন্য চলছিল। এর জেরে লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর হামলা হয়। রাব্বিকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত...