১২ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম ঝিনাইদহের মহেশপুরে প্রতিবন্ধী এক নারীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রহিমা বেগম (৫৫) মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মিলন ও তার স্ত্রী আসমা খাতুন (২২) দুজনেই বাকপ্রতিবন্ধী। স্বামী-স্ত্রী ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। দুর্গাপূজার সময় জীবিকার সন্ধানে তারা মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে আসেন। প্রতিদিনের মতো ভিক্ষা শেষে বিভিন্ন স্থানে রাত যাপন করতেন তারা। অভিযোগ অনুযায়ী, কয়েকদিন আগে মহেশপুরের বাথানগাছি এলাকায় অবস্থানকালে স্থানীয় যুবক তরিকুল ইসলাম (২৮), পিতা অহিদুল ইসলাম, তাদের সঙ্গে দেখা করে। সে আসমা খাতুনের প্রতি সহানুভূতির ভান দেখিয়ে কিছু খাবার কিনে...