১২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম শেরপুরে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান প্রমূখ। শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান...