১২ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম বাংলাদেশ লেবার পার্টি দেশের ইতিহাসে গুম, হত্যা ও আয়না ঘরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের তৎক্ষণাৎ গ্রেফতার করে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের বিচারের দাবি জানিয়েছে। রোববার (১২ অক্টোবর) দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। ডাঃ ইরান বিবৃতিতে বলেন, গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের ভয়াবহ অধ্যায় দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কিছু বিপথগামী কর্মকর্তার হাতে শত শত নিরীহ নাগরিকের প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। এই নৃশংস অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর বর্তায়।” চেয়ারম্যান ইরান আরও বলেন, এসব অপরাধ ছিল স্বৈরাচারী শাসনের অংশ—বিরোধী কণ্ঠ রোধ,...