টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুর কালেক্টরেট স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ কর্মসূচিতে কয়েকজন শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা করা হয়। এতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন সকালে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান। টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সাইদুল ইসলাম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সিটি...