১২ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম মারা গেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন। শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমের নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ। কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব শোবিজ অঙ্গন। অভিনেত্রীর মৃত্যুতে স্যোশাল মিডিয়ায় শোক জানিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। বাদ যাননি হলিউডের তারকারা। হলিউড অভিনেত্রী বেট মিডলার সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় লিখেছেন, ‘অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক একজন মানুষ।’ এছাড়া, অভিনেতা বেন স্টিলার এক্স লিখেছেন, ‘ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভাবান, স্টাইল ও অভিনয়ে অদ্বিতীয়। কিটনের সর্বশেষ চলচ্চিত্র...