যুদ্ধবিরতির মধ্যে দিয়ে গাজার উপকূল ধরে শনিবার উত্তরের দিকে ফিরছিলেন হাজার হাজার মানুষ। কেউ হাঁটছেন, কেউ গাড়িতে, আবার কেউ ঠেলাগাড়িতে। সবার লক্ষ্য—ফেলে আসা ভেঙে যাওয়া ঘরে ফেরা। নিজের মেয়ের হাত ধরে হেঁটে যাচ্ছিলেন নাবিলা বাসাল। বললেন, ‘এই অনুভূতির কোনো ভাষা নেই; আল্লাহর শুকরিয়া। খুব খুশি, যুদ্ধ শেষ হয়েছে, কষ্টের সময়টা কেটে গেছে।’ এই যুদ্ধবিরতি এসেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা এক চুক্তির মাধ্যমে। এর প্রথম ধাপে ইসরায়েলি সেনারা কিছুটা পিছু হটেছে। দুই বছরের রক্তাক্ত সংঘাতের পর যেন কিছুটা আশার আলো দেখছে গাজা। ফেরার পথে অনেকেই দেখেছেন তাদের ঘরবাড়ি আর নেই। গাজা শহরের এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আহমেদ আল-জাবারি বলছিলেন, ‘যে বাড়ি আমি ৪০ বছর আগে তৈরি করেছিলাম, এক মুহূর্তেই সব শেষ। ভালো লাগছে যে আর রক্তপাত নেই, কিন্তু এখন যাব কোথায়? আর কতদিন...