১২ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত সিএনজি অটোরিকশাচালক সাজ্জাদ (২২) হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১১ অক্টোবর) রাত ৯টায় আনোয়ারা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ। তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বটতলী এলাকা থেকে যাত্রীবেশে সাজ্জাদকে নিয়ে বরুমচড়া ইউনিয়নের কানু মাঝির ঘাটে যায় আন্তঃজেলা সিএনজি চোরচক্রের সদস্য সাইফুল। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ওঁত পেতে থাকা রমজান আলী, মো. হারুন, সুমন ও আশরাফের সহযোগিতায় সাজ্জাদকে গামছা দিয়ে মুখ বেঁধে নির্মমভাবে জবাই করে ফিশারির পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর দুপুরে পুলিশ সাজ্জাদের মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির...