কলেজটি বাইরে থেকে দেশের আর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই সাদামাটা। কে বলবে, এই কলেজের এক বিভাগ থেকেই বৃত্তিসহ বিদেশে পড়তে গেছেন শতাধিক শিক্ষার্থী! ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ থেকে গত এক দশকে স্নাতক করেছেন পাঁচ শর বেশি শিক্ষার্থী। এর মধ্যে এক শর বেশি তরুণ পূর্ণবৃত্তি (ফুল ফান্ডেড স্কলারশিপ) নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। ইউরোপের তুমুল প্রতিযোগিতাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ’ তালিকায় নাম ওঠানোও এই কলেজের শিক্ষার্থীদের কাছে প্রায় ‘নিয়মিত’ ঘটনা! যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের পদার্থবিজ্ঞান বিভাগে পূর্ণবৃত্তি নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন সাইদুর রহমান। এই ব্যাচেরই ১২ জন শিক্ষার্থী বর্তমানে পূর্ণ বৃত্তি নিয়ে দেশের বাইরে আছেন। কীভাবে সম্ভব হলো? সাইদুর বলেন, ‘বিভাগের শিক্ষার্থী ও অ্যালামনাইদের সহযোগিতাই আমাদের সাফল্যের অন্যতম ভিত্তি। কলেজের আলফা সায়েন্স ল্যাবে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করেছি। জাতীয় ও...