স্থানীয় দৈনন্দিন বিষয়গুলো পরিচালনা করবে ফিলিস্তিনিদের একটি কমিটি, তবে অর্থনীতি ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে ‘বোর্ড অব পিস’। এই বোর্ডের নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজে এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অবশেষে দীর্ঘ দুই বছরের যুদ্ধবিধ্বস্ত সময় পেরিয়ে গাজা উপত্যকায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ইসরাইলি আগ্রাসনের ভয়াবহতা থেকে মুক্তির স্বস্তি পেলেও, এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুদ্ধোত্তর গাজার শাসনব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি চুক্তিতে বলা হয়েছে, গাজায় একটি দ্বি-স্তরভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। এই কাঠামো অনুযায়ী, স্থানীয় দৈনন্দিন বিষয়গুলো পরিচালনা করবে ফিলিস্তিনিদের একটি কমিটি, তবে অর্থনীতি ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে ‘বোর্ড অব পিস’। এই বোর্ডের নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজে এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে ফিলিস্তিনের কয়েকটি...