ঢাকা: যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামে ব্যবহারের উপযোগী খনিজ পদার্থগুলোর রপ্তানি নিয়ন্ত্রণে চীনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং যদি চলতি মাসের মধ্যে এই বিধিনিষেধ প্রত্যাহার না করে, তবে আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বৃহস্পতিবার চীন ঘোষণা করে, জাতীয় নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র তৈরিতে এসব উপাদানের সম্ভাব্য ব্যবহার রোধে আন্তর্জাতিক বাধ্যবাধকতার অংশ হিসেবে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে দ্বৈতভাবে ব্যবহারযোগ্য খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে।এ ঘোষণার প্রতিক্রিয়ায় শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আন্তর্জাতিক বাণিজ্যে চীনের ভূমিকা শত্রুতাপূর্ণ। তারা নিজেদের সুবিধা অনুযায়ী রপ্তানিনীতি নিয়ন্ত্রণ করছে। সামরিক খনিজের রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করা হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা...