
ঢাকা: মার্কেটিং পেশাজীবীদের সংগঠন ব্র্যান্ড প্র্যাক্টিশনারস বাংলাদেশ (BPBB)-এর আয়োজনে রাজধানীর গুলশানে রেনেসাঁস হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৫.০’। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন তিন শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা। ফেস্টের মূল প্রতিপাদ্য ছিল ‘Innovation Nourishes Growth’, যার আলোকে আয়োজিত আটটি ইনসাইট ও প্যানেল সেশনে ২৫ জন বক্তা অংশ নেন। বক্তারা ইনোভেশন, কনজিউমার ট্রেন্ড, কমপ্লায়েন্স, লিডারশিপ ও কোলাবরেশনের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজন পেশাদারদের জন্য ছিল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা দেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মাদ ইলিয়াস। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘ইনোভেশন, মার্কেট...