আর্লিং হাল্যান্ডের হ্যাটট্রিকে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। তাতে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে তারা। ম্যাচের শুরুর ৫ মিনিটে পরপর দুইবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। ইসরায়েল গোলরক্ষক ড্যানিয়েল পেরেজ প্রথমবারই তার শট রুখে দেন। কিন্তু পেরেজ গোললাইন থেকে আগেই বের হওয়ায় রেফারি পুনরায় পেনাল্টির নির্দেশ দিলে আবারও হতাশ করেন হাল্যান্ড। এবারও তার শট রুখে দেন পেরেজ। তবে লিড পেতে খুব একটা দেরি হয়নি নরওয়ের। আলেকজান্ডার সরলথের ক্রসে ভুলবশত নিজেদের জালেই হেড করেন ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি। এরপর দলের রেকর্ড গোলদাতা হাল্যান্ড ডান পায়ের নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল ক্লাব ও দেশের হয়ে তার টানা ১০ম ম্যাচ। এই মৌসুমে সিটি ও নরওয়ের হয়ে...