নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী মো. জহিরুল ইসলাম কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মো. জহিরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে গ্রামের লোকজন একটি গ্রামীণ কাঁচা রাস্তা ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি রাস্তাটির পার্শ্ববর্তী বাসিন্দারা মো. ফজলুর রহমান, মতি মিয়া, সবুজ মিয়া, দাদল মিয়া, আবুল মিয়া ও কামাল মিয়া রাস্তাটিতে ইটের দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দিয়েছেন। রোববার সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা মো. আমিনুল ইসলাম, আদম আলী ও রুপ্তন মিয়ার সঙ্গে কথা হলে তারা জানান, এই রাস্তাটি দিয়ে হাওরের মানুষ যাতায়াত করতেন। কিন্তু ইটের দেয়াল নির্মাণের ফলে রাস্তাটি এখন পুরোপুরি বন্ধ হয়ে...