মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লক্ষ্মী পূজার মেলায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। বিষয়টি মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ নিশ্চিত করে বলেন, মেলায় ঘুরতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একদল যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক পৌনে...