
ভারতের বিহারে প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন এক ব্যক্তি। তাতে আপত্তি করেন তার দ্বিতীয় স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওই স্ত্রীকে হত্যা করেন তিনি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সুনিতা কল করে তার ভাইকে জানান বিকাশ তার ওপর পেট্রোল ঢেলে তাকে বাড়ির আঙিনায় আটকে রেখেছেন। এরপর বিকাশ রান্নার গ্যাসের স্টোভের বাল্ব চালু করে তাতে ম্যাচের কাঠি ছুড়ে মারেন জানিয়ে সুনিতার ভাই বলেন, ফোনে পরিবারকে সুনিতা জানান, তিনি আর বাঁচবেন না। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি সুনিতার বাবার বাড়ির লোকজন তার শ্বশুরবাড়িতে পৌঁছানোর সময় গৃহবধূর মরদেহ দাহ করার প্রস্তুতি নিচ্ছিল বিকাশের পরিবার। তবে সুনিতার পরিবারের লোকজনকে দেখে তারা পালিয়ে যায়। সুনিতার বাবা জানান, নালন্দা...