ইউরোপের ফুটবলে বড় দলগুলোর কথা উঠলে ইতালির নাম সামনেই থাকবে। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপের ফুটবলের সর্বশেষ দুই আসরে ছিলই না। এবারও তাদের ওপর সেই শঙ্কা ভর করে বসেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা খুব কম, সেক্ষেত্রে প্লে-অফ খেলেই তাদের টিকিট পেতে হতে পারে ২০২৬ বিশ্বকাপের। এস্তোনিয়ার বিপক্ষে জয়ে সেই আশাটা বাঁচিয়ে রেখেছে তারা। গতকাল শনিবার (১১ অক্টোবর) দিনগত রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে মোইসে কিনের গেলে এগিয়ে যায় ইতালি। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও রেতেগুই। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথামার্ধের খেলা শেষ করে ইতালি। এরপর দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে ফ্রান্সিসকো এস্পোসিতো গোল করে ব্যবধান ৩-০ করেন। এর দুই মিনিট পর ম্যাচের ৭৬ মিনিটে একটি গোল শোধ করে এস্তানিয়া। তবে এরপর তারা...