আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। উপদেষ্টারা ভালোভাবেই জানেন যে, তাদের কোনো প্রকার সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে বাংলাদেশে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া বিষয়ক জাতীয় পরামর্শ সভার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানের পর চারটি অধিবেশনে অধ্যাদেশটির খসড়া নিয়ে আলোচকরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এর আগে বিভাগীয় পর্যায়েও এই অধ্যাদেশের খসড়া নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।জাতিসংঘের উন্নয়ন সংস্থা- ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এসব পরামর্শ সভার আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে ড. আসিফ নজরুল আরো বলেন, বাহাত্তরের সংবিধানে বলা হয়েছিলো যে, প্রেসিডেন্ট প্রধান বিচারপতিকে স্বাধীনভাবে...